৮৩৮. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
আল্লাহর রসূল [সাঃআঃ] আর উসামা ইবনি যায়দ, বিলাল এবং উসমান ইবনি তালহা হাজাবী [রাদি.] কাবায় প্রবেশ করিলেন। নাবী [সাঃআঃ]-এর প্রবেশের সাথে সাথে উসমান [রাদি.] কাবার দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছুক্ষণ ভিতরে ছিলেন। বিলাল [রাদি.] বের হলে আমি তাঁকে বললামঃ নাবী [সাঃআঃ] কী করিলেন? তিনি বললেনঃ একটা খুঁটি বাম দিকে, একটা খুঁটি ডান দিকে আর তিনটা খুঁটি পেছনে রাখলেন। আর তখন বায়তুল্লাহ ছিল ছয়টি খুঁটিবিশিষ্ট। অতঃপর তিনি সালাত আদায় করিলেন।
[বোখারী পর্ব ৮/৯৬ হাঃ ৫০৫, মুসলিম পর্ব ১৫/৬৮ হাঃ ১৩২৯] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৮৩৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ যখন নাবী [সাঃআঃ] কাবায় প্রবেশ করেন, তখন তার সকল দিকে দুআ করিয়াছেন, সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে দুরাকআত সালাত আদায় করিয়াছেন, এবং বলেছেন, এটাই কিবলাহ।
[বোখারী পর্ব ৮/৩০ হাঃ ৩৯৮, মুসলিম পর্ব ১৫/৬৮ হাঃ ১৩৩০] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৮৪০. আবদুল্লাহ ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] উমরাহ করিতে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করিলেন ও মাকামে ইবরাহীমের পিছনে দু রাকআত সালাত আদায় করিলেন এবং তাহাঁর সাথে এ সকল সাহাবী ছিলেন যারা তাঁকে লোকদের হইতে আড়াল করে ছিলেন। আল্লাহর রসূল [সাঃআঃ] কাবার ভিতরে প্রবেশ করেছিলেন কি-না- এক ব্যক্তি আবু আওফা [রাদি.]-এর নিকট তা জিজ্ঞেস করলে তিনি বলিলেন, না।
[বোখারী পর্ব ২৫/৫৩ হাঃ ১৬০০, মুসলিম পর্ব ১৫/৬৮ হাঃ ১৩৩২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস