স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোযা রাখা নাজায়েয Created September 10, 2017 Author Admin Category নিষিদ্ধ কার্য পর্ব ১৭৫২. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত স্ত্রীর নফল রোযা রাখা বৈধ নয়। আর স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী অন্য ব্যক্তিকে তার ঘরে আসার অনুমতি দিতে পারবে না। (বুখারী ও মুসলিম) Was this article helpful? Yes No