১২৫৬. হযরত আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোমবার রোযা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বললেনঃ এ দিন আমি জন্ম গ্রহন করেছি, এ দিন আমার প্রতি নবুওয়াতের দায়িত্ব অর্পণ করা হয়েছে অথবা একথা বলেছেন এ দিন আমার ওপর (প্রথম) ওহী নাযিল করা হয়েছে। (মুসলিম)
১২৫৭. হযরত আবু হুরাইরা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সোমবার ও বৃহস্পতিবার (মহান আল্লাহর সমীপে) আমল পেশ করা হয়। অতএব আমি পছন্দ করি যে, আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যে, আমি রোযা অবস্থায় আছি। (তিরমিযী)
১২৫৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রাধান্য দিতেন। (তিরমিযী)