সুপরিশ বা শাফায়াতের বিবরণ

শাফায়াত বা সুপারিশ প্রসঙ্গে

মহান আল্লাহ বলেনঃ

যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে। পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করবে, সেও তা থেকে অংশ পাবে। (সূরা নিসাঃ ৮৫)

 

২৪৬. হযরত আবু মূসা আশআরী বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অভাবী লোক এলে তিনি উপস্থিত লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেনঃ তোমরা সুপারিশ করো, প্রতিদান পাবে। আল্লাহ যা পছন্দ করেন তাঁর নবীর মুখ দিয়ে তা প্রকাশ করান। (বুখারী ও মুসলিম)


২৪৭. হযরত ইবনে আব্বাস বর্ণনা করেনঃ তিনি বারীরাহ ও তার স্বামীর ঘটনা প্রসঙ্গে বলেনঃ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (বারীরাকে) বললেনঃ তুমি যদি তাকে (স্বামীকে) পুনরায় গ্রহণ করতে (তাহলে ভালো হতো)।   বারীরাহ বললেন ‘হে আল্লাহর রাসূল! এটা কি আমার প্রতি আপনার নির্দেশ? তিনি বললেনঃ না, আমি সুপারিশ করছি। তোমাকে অনুরোধ জানাচ্ছি। বারীরাহ বললেনঃ ‘তাহলে তাকে (স্বামীকে) আমার প্রয়োজন নেই।’ (বুখারী)


 

Was this article helpful?

Related Articles