সুদ কঠোরভাবে নিষিদ্ধ

সূরাঃ বাকারা: ২৭৫-২৭৯

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

 

ইমাম নববী বলেনঃ সুদ হারাম হওয়ার ব্যাপারে এবং এর পরিণতি সম্পর্কে অসংখ্য বিশুদ্ধ ও প্রসিদ্ধ হাদীস রয়েছে।

১৬১৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) সুদখোর এবং সুদদাতাকে অভিস্পাত করেছেন। (মুসলিম)

ইমাম তিরমিযী (র) প্রমুখ মুহাদ্দিগণ এ কথাও বর্ণনা করেছেন যে, সুদের সাক্ষীদ্বয় ও তার দলিল লিখককেও নবী করীম (স) লা’নত করেছেন।


 

Was this article helpful?

Related Articles