সাদা দাড়ি ও মাথার সাদা কেশ উপরে ফেলা, তরুণের দাড়ি গজালে তা উপড়ে ফেলা নিষেধ

১৬৪৮. হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা) বলেন, নবী করীম (স) ইরশাদ করেছেন, বার্ধক্য (সাদাচুলকে) উপড়ে ফেলো না। কেননা, তা কেয়ামতের দিন মুসলমানদের জন্য আলোকবর্তিকা হবে। এ হাদীসটি হাসান। আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইমামা তিরমিযী (রা) বলেছেন, এটি একটি হাসান হাদীস। (মুসলিম)


১৬৪৯. আয়েশা (রা) বলেনঃ, “যে ব্যক্তি এমন কোন কাজ করে যা আমাদের দ্বীন থেকে নয়, তা পরিতাজ্য।” (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles