সাথীদের অনুমতি ব্যতীত দুটি খেজুর একত্রে খাওয়া থেকে বিরত থাকার বর্ণনা

সঙ্গীদের অনুমতি ছাড়া দুই খেজুর একত্রে খাওয়া নিষেধ

৭৪২. জাবালা ইবনে সুহাইম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বছর আমরা আবদুল্লাহ ইবনুয যুবাইরের শাসনামলে দুর্ভিক্ষ-পীড়িত হয়ে পড়েছিলাম। আমাদেরকে দেয়া হত একটি করে খেজুর। আবদুল্লাহ ইবনে উমর (রা) আমাদের নিকট দিয়ে যেতেন এবং আমরা তখন আহাররত থাকলে তিনি বলতেন, দেখো, দুই খেজুর একত্রে মিলিয় খেয়ো না। কারণ নবী (সা) এরূপ মিলিয় খেতে নিষেধ করেছেন। তারপর তিনি বলেনঃ অবশ্য পরস্পর অনুমতি নিয়ে নিলে তা ভিন্ন কথা। (বুখারী, মুসলিম)


 

Was this article helpful?

Related Articles