সাওমে বিসাল – উপর্যুপরি রোযা পালন করা নিষেধ

সাওমে বিসাল বা উপর্যুপরি রোযা রাখা অর্থাৎ কিছু পানাহার না করে উপর্যুপরি দুই বা ততোধিক রোযা পালন করা হারাম 

১৭৬৬. আবু হুরাইরা (রা) বলেন, নবী করীম (স) কাউকে সাওমে বিসাল অর্থাৎ কিছু পানাহার না করে উপর্যুপরি রোযা করতে নিষেধ করেছেন। ( বুখারী ও মুসলিম)


১৭৬৭. হযরত ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) সাওমে বিসাল বা পানাহার না করে উপর্যুপরি কয়েকদিন রোযা রাখতে নিষেধ করেছেন। সাহাবাগণ (রা) বলেন, আপিন যে ‘সাওমে বিসাল’ করেন? তিনি বলেন, আমি তোমাদের মতো নই। আমাকে পানাহার করানো হয়। ( বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles