৩১৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল্ [সাঃআঃ] কিবলাহর দিকের দেয়ালে থুথু দেখে তা পরিষ্কার করে দিলেন। অতঃপর লোকদের দিকে ফিরে বললেনঃ যখন তোমাদের কেউ সলাত আদায় করে সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে। কেননা, সে যখন সলাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন।
[বোখারী পর্ব ৮ : /৩৩ হাঃ ৪০৬, মুসলিম ৫/১৩, হাঃ ৫৪৭] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩২০. আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] একদা মাসজিদের কিবলাহর দিকের দেয়ালে কফ দেখলেন, তখন তিনি কাঁকর দিয়ে তা মুছে দিলেন। অতঃপর সামনের দিকে অথবা ডান দিকে থুথু ফেলতে নিষেধ করিলেন। কিন্তু [প্রয়োজনে] বাম দিকে অথবা বাম পায়ের নীচে ফেলতে বলিলেন।
[বোখারী পর্ব ৮ : /৩৬ হাঃ ৪১৪, মুসলিম ৫/১৩, হাঃ ৫৪৮] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩২১. আবু হুরাইরা ও আবু সাঈদ [খুদরী] [রাযিয়াল্লাহু আনহুমা] হইতে বর্ণিতঃ
আল্লাহর রসূল [সাঃআঃ] মাসজিদের দেয়ালে কফ দেখে কাঁকর নিয়ে তা মুছে ফেললেন। অতঃপর তিনি বললেনঃ তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে, বরং সে যেন তা তার বাম দিকে অথবা তার বাম পায়ের নীচে ফেলে।
[বোখারী পর্ব ৮ : /৩৪ হাঃ ৪০৮, ৪০৯, মুসলিম ৫/১৩, হাঃ ৫৪৮] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩২২. উম্মুল মুমিনীন আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
আল্লাহর রসূল [সাঃআঃ] কিবলাহর দিকের দেয়ালে নাকের শ্লেষ্মা, থুথু কিংবা কফ দেখলেন এবং তা পরিষ্কার করিলেন।
[বোখারী পর্ব ৮ : /২৩ হাঃ ৪০৭, মুসলিম ৫/১৩, হাঃ ৫৪৯] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩২৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেনঃ মুমিন যখন সলাতে থাকে, তখন সে তার প্রতিপালকের সাথে নিভৃতে কথা বলে। কাজেই সে যেন তার সামনে, ডানে থুথু না ফেলে, বরং তার বাম দিকে অথবা [বাম] পায়ের নীচে ফেলে।
[বোখারী পর্ব ৮ : /৩৬ হাঃ ৪১৩, মুসলিম ৫/১৩, হাঃ ৫৫১] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩২৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেনঃ মাসজিদে থুথু ফেলা গুনাহের কাজ, আর তার কাফফারা [প্রতিকার] হচ্ছে তা দাবিয়ে দেয়া [মুছে ফেলা]।
[বোখারী পর্ব ৮ : /৩৭ হাঃ ৪১৫, মুসলিম ৫/১৩, হাঃ ৫৫২] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস