২৪৪. আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিতঃ
আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিত। নবী [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] ইরশাদ করেছেনঃ [ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য] পুরুষদের বেলায় তাস্বীহ্-সুবহানাল্লাহ্ বলা। তবে মহিলাদের বেলায় `তাসফীক` [এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালুতে মারা]।
– হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ২১ : /৫ হাদিছ ১২০৩, মুসলিম ৪/২৩ হাদিছ ৪২২]