সর্বশেষ তাশাহহুদ

১। শেষ তাশাহহুদের তিনটি রূপ-

  • আত তাওয়াররুক- এটি হচ্ছে ডান পাকে খাড়া রাখা, বাম পাকে ডান পায়ের নলার নীচে স্থাপন করা এবং মেঝেতে বসা।*১১৪
  • উপরের উল্লেখিত নিয়মে বসা শুধু মাত্র ডান পাকে খাড়া না করে বাম পায়ের মত বিছিয়ে দেয়া।*১১৫
  • ডান পাকে খাড়া রাখা এবং বাম পাকে ডান পায়ের নলা এবং উরুর মাঝে স্থাপন করা।*১১৬

২। হাতগুলোকে উরুর উপর রাখা- ডান হাত ডান উরুর উপর, বাম হাত বাম উরুর উপর-আঙ্গুলগুলোকে প্রসারিত করে একত্রে রাখা।*১১৭

৩। শাহাদাত আঙ্গুল দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই তাশাহহুদের সময় ইশারা করা, বৃদ্ধাঙ্গুলি মধ্যমার সাথে মিলিয়ে বৃত্তাকার করা। শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টিকে নিবদ্ধ রাখা।*১১৮

৪। আত তাসলীমঃ এটি হচ্ছে সলাত শেষে ডান অতঃপর বাম দিকে মাথাকে ফিরানো।*১১৯

 

 

 


*১১৪ আল বুখারী হা/৮২৮।
*১১৫ মুসলিম হা/৫৭৯।
*১১৬ আবু দাউদ হা/৭৩১।
*১১৭ মুসনাদে আহমাদ হা/৬০০০।
*১১৮ আবু দাউদ হা/৯৯২।
*১১৯ মুসলিম হা/৫৯১।

Was this article helpful?

Related Articles