১০৪৫. উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার একটি ঘোড়া আল্লাহ্র পথে দান করলাম। যার কাছে ঘোড়াটি ছিল সে এর হাক আদায় করিতে পারল না। তখন আমি তা ক্রয় করিতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি কম মূল্যে বিক্রি করিবে। এ সম্পর্কে নাবী [সাঃআঃ]-কে আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ তুমি ক্রয় করিবে না এবং তোমার সদাকাহ ফিরিয়ে নিবে না, সে তা এক দিরহামের বিনিময়ে দিলেও। কেননা, যে ব্যক্তি নিজের সদাকাহ ফিরিয়ে নেয় সে যেন নিজের বমি পুনঃ ভক্ষণ করে
[বোখারী পর্ব ২৪: /৫৯, হাঃ ১৪৯০; মুসলিম ২৪/১, হাঃ ১৬২০] হেবা দান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১০৪৬. উমার ইবনি খাত্তাব [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহ্র রাহে একটি অশ্ব আরোহণের জন্য দান করেছিলাম। অতঃপর আমি তা বিক্রি হইতে দেখিতে পাই। আমি আল্লাহ্র রসূল [সাঃআঃ]-এর নিকট জিজ্ঞেস করলাম, আমি কি সেটা কিনে নেব? রাসুলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন, না, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ ফেরত নিও না।
[বোখারী পর্ব ৫৬: /১১৯, হাঃ ২৯৭০; মুসলিম ২৪/১, হাঃ ১৬২০] হেবা দান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস