শুকনো খেজুরের বিনিময়ে রুতাব বা তাজা খেজুর বিক্রয় নিষিদ্ধ তবে আরায়্যা ব্যতীত ।

৯৮৫. যায়দ ইবনি সাবিত [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] আরিয়্যাহ এর মালিককে তা অনুমানে বিক্রি করার অনুমতি প্রদান করিয়াছেন।

[বোখারী পর্ব ৩৪ : /৮২, হাঃ ২১৮৮; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৩৪] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৯৮৬. সাহল ইবনি আবু হাসমাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করিতে বারণ করিয়াছেন এবং আরিয়্যাহ-এর ক্ষেত্রে অনুমতি প্রদান করিয়াছেন। তা হল তাজা ফল অনুমানে বিক্রি করা, যাতে [ক্রেতা] তাজা খেজুর খাওয়ার সুযোগ লাভ করিতে পারে।

[বোখারী পর্ব ৩৪ : /৮৩, হাঃ ২১৯১; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪০] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৯৮৭. সাহল ইবনি আবু হাসমাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তাঁরা উভয়ে বর্ণনা করেন, আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] মুযাবানাহ অর্থাৎ গাছে ফল থাকা অবস্থায় তা শুকনো ফলের বিনিময়ে বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। কিন্তু যারা আরায়্যাহ করে, তাহাদের জন্য তিনি এর অনুমতি দিয়েছেন।

[বোখারী পর্ব ৪২ : /১৭, হাঃ ২৩৮৪; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪০] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৯৮৮. আবদুল্লাহ ইবনি আবদুল ওহ্হাব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

আমি মালিকের কাছে শুনিয়াছি, উবায়দুল্লাহ ইবনি রাবী [রহমাতুল্লাহি আলাইহি] তাঁকে জিজ্ঞেস করিলেন, আবু সুফিয়ান [রাদি.] সূত্রে আবু হুরাইরা [রাদি.] হইতে দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] এ হাদীস কি আপনার কাছে বর্ণনা করিয়াছেন যে, নাবী [সাঃআঃ] পাঁচ ওসাক অথবা পাঁচ ওসাকের কম পরিমাণে আরিয়্যা বিক্রয়ের অনুমতি দিয়েছেন।

[বোখারী পর্ব ৩৪ : /৮৩, হাঃ ২১৯০, মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪১] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৯৮৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] মুযাবানাহ নিষেধ করিয়াছেন। তিনি [ইবনি উমার] বলেন, মুযাবানাহ হলো তাজা খেজুর শুকনো খেজুরের বদলে ওজন করে বিক্রি করা এবং কিসমিস তাজা আঙ্গুরের বদলে ওজন করে বিক্রি করা।

[বোখারী পর্ব ৩৪: /৭৫, হাঃ ২১৭১; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪২] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

৯৯০. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] মুযাবানাহ নিষেধ করিয়াছেন, আর তা হলো বাগানের ফল বিক্রয় করা। খেজুর হলে মেপে শুকনো খেজুরের বদলে, আঙ্গুর হলে মেপে কিসমিসের বদলে, আর ফসল হলে মেপে খাদ্যের বদলে বিক্রি করা। তিনি এসব বিক্রি নিষেধ করিয়াছেন।

[বোখারী পর্ব ৩৪: /৯১, হাঃ ২২০৫; মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪২] লুলু ওয়াল মারজান -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles