শহীদ জান্নাতে যাবে তার প্রমাণ।

১২৪১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

এক ব্যক্তি উহুদের দিন রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিলেন, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি কোথায় থাকব বলে আপনি মনে করেন? তিনি বলিলেন, জান্নাতে। তখন ঐ ব্যক্তি হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেললেন, এরপর তিনি লড়াই করিলেন, এমনকি শহীদ হয়ে গেলেন।

[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ১৭ হাদীস নং ৪০৪৬; মুসলিম ৩৩/৪১, হাঃ ১৮৯৯]


১২৪২. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বানূ সুলায়মের সত্তর জন লোকের একটি দলকে কুরআন শিক্ষা দেয়ার উদ্দেশে বানূ আমিরের নিকট পাঠান। দলটি সেখানে পৌঁছলে আমার মামা [হারাম ইবনি মিলহান] তাহাদেরকে বলিলেন, আমি সর্বাগ্রে বনূ আমিরের নিকট যাব। যদি তারা আমাকে নিরাপত্তা দেয় আর আমি তাহাদের নিকট আল্লাহর রসূল [সাঃআঃ]-এর বাণী পৌঁছাতে পারি, [তবে তো ভাল] অন্যথায় তোমরা আমার কাছেই থাকিবে। অতঃপর তিনি এগিয়ে গেলেন। কাফিররা তাঁকে নিরাপত্তা দিল, কিন্তু তিনি যখন আল্লাহর রসূল [সাঃআঃ]-এর বাণী শুনাতে লাগলেন, সেই সময় আমির গোত্রীয়রা এক ব্যক্তিকে ইঙ্গিত করলো। আর সেই ব্যক্তি তার প্রতি তীর মারল এবং তীর শরীর ভেদ করে বের হয়ে গেল। তখন তিনি বলিলেন আল্লাহু আকবার, কাবার রবের কসম! আমি সফলকাম হয়েছি। অতঃপর কাফিররা তার অন্যান্য সংগীদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সকলকে শহীদ করিল, কিন্তু একজন খোঁড়া ব্যক্তি বেঁচে গেলেন, তিনি পাহাড়ে আরোহণ করেছিলেন। হাম্মাম [রহমাতুল্লাহি আলাইহি] অতিরিক্ত উল্লেখ করেন, আমার মনে হয় তার সঙ্গে অন্য একজন ছিলেন। অতঃপর জিব্‌রীল [আঃ] নাবী [সাঃআঃ]-কে খবর দিলেন যে, প্রেরিত দলটি তাহাদের রবের সঙ্গে মিলিত হয়েছে। তিনি [রব] তাহাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাহাদের সন্তুষ্ট করিয়াছেন। [রাবী বলেন] আমরা এ আয়াতটি পাঠ করতাম, আমাদের কাওমকে জানিয়ে দাও যে, আমরা আমাদের রবের সঙ্গে মিলিত হয়েছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরও সন্তুষ্ট করিয়াছেন। পরে এ আয়াতটি মানসুখ হয়ে যায়। অতঃপর আল্লাহ্ ও রসূলের প্রতি বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহর রসূল [সাঃআঃ] ক্রমাগত চল্লিশ দিন রিল, যাকওয়ান, বানূ লিহয়ান ও বানূ উসাইয়্যার বিরুদ্ধে দুআ করেন।

[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৯ হাদীস নং ২৮০১; মুসলিম ৩৩/৪১, হাঃ ৬৭৭]

Was this article helpful?

Related Articles