১১১৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ
দুজন মহিলা একটি ঘর কিংবা একটি কক্ষে সেলাই করছিল। হাতের তালুতে সুই বিদ্ধ হয়ে তাহাদের একজন বেরিয়ে পড়ল এবং অপরজনের বিরুদ্ধে সুই ফুটিয়ে দেয়ার অভিযোগ করিল। এই ব্যাপারটি ইবনি আব্বাস [রাদি.]-এর নিকট পেশ করা হলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, যদি শুধুমাত্র দাবীর উপর ভিত্তি করে মানুষের দাবী পূরণ করা হয়, তাহলে তাহাদের জান ও মালের নিরাপত্তা থাকিবে না। সুতরাং তোমরা বিবাদীদের আল্লাহ্র নামে শপথ করাও এবং এ আয়াত তার সম্মুখে পাঠ কর। এরপর তারা তাকে শপথ করাল এবং সে নিজ দোষ স্বীকার করিল। ইবনি আব্বাস [রাদি.] বলিলেন যে, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, শপথ বিবাদীকে করিতে হইবে।
[বোখারী পর্ব ৬৫ অধ্যায় ৩ হাদীস নং ৪৫৫২; মুসলিম ৩০/১, হাঃ ১৭১১] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস