রোযা সম্পর্কিত কিছু মাসায়েল

১২৪৩. হযরত আবু হুরাইরা (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ যখন তোমাদের কেউ রোযার কথা ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলে বা পান করে, তার রোযা পুরো করা উচিত। কারণ আল্লাহ তা’আলা তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। (বুখারী ও মুসলিম)


১২৪৪. হযরত লাকীত ইবনে সাবিরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ! আমাকে ওযূর ব্যাপারে অবহিত করুন। তিনি বললেনঃ পরিপূর্ণভাবে ওযূ কর। আঙ্গুলগুলোর মধ্যে খেলাল কর। আর যদি রোযা না রেখে থাকো তবে নাকের মধ্যে বেশি জায়গা যথেষ্টভাবে পানি পৌঁছাও। (আবু দাঊদ ও তিরমিযী) ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও সহীহ।


১২৪৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, অনেক সময় রাসূলুল্লাহ (সা) নিজের পরিবারের কারণে ফজরের সময় নাপাক (যার ওপর গোসল ফরয) অবস্থায় হতেন, তারপর তিনি গোসল করতেন এবং রোযা রাখতেন। (বুখারী ও মুসলিম)


১২৪৬. হযরত আয়েশা ও উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তারা উভয়ে বলেনঃ রাসূলুল্লাহ (সা) অনেক সময় স্বপ্নদোষ ব্যতীতই নাপাক অবস্থায় ভোরে উঠতেন তারপর যথারীতি রোযা রাখতেন। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles