১১১৯. আবু বাক্রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন যে, আবু বাক্রাহ [রাদি.] তাহাঁর ছেলেকে লিখে পাঠালেন- সে সময় তিনি সিজিস্তানে অবস্থানরত ছিলেন যে, তুমি রাগের অবস্থায় বিবদমান দুব্যক্তির মাঝে ফায়সালা করো না। কেননা, আমি নাবী [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি যে, কোন বিচারক রাগের অবস্থায় দুজনের মধ্যে বিচার করিবে না।
[বোখারী পর্ব ৯৩ অধ্যায় ১৩ হাদীস নং ৭১৫৮; মুসলিম ৩০/৭, হাঃ ১৭১৭] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস