৭৮৬. ইবনি আ.স [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূল [সাঃআঃ] এক আনসারী মহিলাকে বললেনঃ আমাদের সঙ্গে হাজ্জ করিতে তোমার বাধা কিসের? ইবনি আব্বাস [রাদি.] মহিলার নাম বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি। মহিলা বলিল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র [অর্থাৎ মহিলার স্বামী ও ছেলে] আরোহণ করে চলে গেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট যার দ্বারা আমরা পানি বহন করে থাকি। নাবী [সাঃআঃ] বললেনঃ আচ্ছা, রমাযান এলে তখন উমরাহ করে নিও। কেননা, রমযানের একটি উমরাহ একটি হাজ্জের সমতুল্য। অথবা এরূপ কোন কথা তিনি বলেছিলেন।
[বোখারী পর্ব ২৬/৪ হাঃ ১৭৮২, মুসলিম পর্ব ১৫/৩৬, হাঃ ১২৫৬] ওমরা . জের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস