৭৩০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, যখন রমাযানের শেষ দশক আসত তখন নাবী [সাঃআঃ] তাহাঁর লুঙ্গি কষে নিতেন [বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন] এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।
[বোখারী পর্ব ৩২: /৫ হাঃ ২০২৪, মুসলিম ১৪/৩, হাঃ ১১৭৪] ইতিকাফের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস