রমাযানের শেষ দশদিন ইতিকাফ করা সম্পর্কে।

৭২৭. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] রমাযানের শেষ দশকে ইতিকাফ করিতেন।

[বোখারী পর্ব ৩৩ : /১ হাঃ ২০২৫, মুসলিম কিতাবুল ইতিকাফ ১৪/১, হাঃ ১১৭১]ইতিকাফের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭২৮. নাবী সহধর্মিণী আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] রমাযানের শেষ দশক ইতিকাফ করিতেন। তাহাঁর ওফাত পর্যন্ত এ নিয়মই ছিল। এরপর তাহাঁর সহধর্মিণীগণও [সে দিনগুলোতে] ইতিকাফ করিতেন।

[বোখারী পর্ব ৩৩ : /১ হাঃ ২০২৬, মুসলিম ১৪/১, হাঃ ১১৭২] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles