শয়তান এবং তার কুমন্ত্রণা থেকে আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা চাওয়া। অর্থাৎ ‘আ‘ঊযু বিল্লাহ’ পাঠ করা । ( আবূ দাউদ, তিরমিযী )
আযান দেয়া।
মাসনুন দোয়া এবং কুরআন তিলাওয়াত করা । যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করুন না। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারাহ্ পাঠ করা হয়।” (মুসলিম)