খুঁজলীর জন্য রেশম ব্যবহারের অনুমতি
৮১০. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যুবাইর ও আবদুর রহমান ইবনে আওফ (রা)-কে তাদের পাঁচড়া বা চুলকানি হওয়ার কারণে রেশমী বস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কারণ তাদের উভয়ের শরীরে ছিল খোস-পাঁচড়া।৯৯
(বুখারী, মুসলিম)
*৯৯. তাঁদের শরীরের পাঁচড়া বা চুলকানি ছিল উকুন জাতীয় পোকার দরুন। রেশম গরম জাতীয় পোশাক। এর ব্যবহারে উকুন দূরীভূত হয়। এজন্য প্রতিষেধক হিসেবেই রাসূল (সা) তাঁদেরকে রেশমী বস্ত্র ব্যবহারের অনুমতি দেন।