১০৩৮. সাঈদ ইবনি যায়িদ ইবনি আম্র ইবনি নুফাইর [রাদি.] হইতে বর্ণিতঃ
আরওয়া নামক এক মহিলা এক সাহাবীর [সাঈদের] বিরুদ্ধে মারওয়ানের নিকট তার ঐ পাওনার ব্যাপারে মামলা দায়ের করিল, যা তার ধারণায় তিনি নষ্ট করিয়াছেন। ব্যাপার শুনে সাঈদ [রাদি.] বলিলেন, আমি কি তার সামান্য হকও নষ্ট করিতে পারি? আমি তো সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ্র রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি জুলুম করে অন্যের এক বিঘত যমীনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন সাত তবক যমীনের শিকল তার গলায় পরিয়ে দেয়া হইবে। ইবনি আবুয যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] থেকে, তিনি তাহাঁর পিতা নিকট হইতে বর্ণনা করিতে গিয়ে বলেছেন, তিনি [হিশামের পিতা উরওয়াহ] [রাদি.] বলেন, সাঈদ ইবনি যায়দ [রাদি.] আমাকে বলেছেন, আমি নাবী [সাঃআঃ]-এর নিকট উপস্থিত হলাম [তখন তিনি এ হাদীস বর্ণনা করেন]।
[বোখারী পর্ব ৫৯: /২, হা: ৩১৯৮; মুসলিম ২২/৩০, হাঃ ১৬১০]
১০৩৯. আবু সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তাহাঁর এবং কয়েকজন লোকের মধ্যে একটি বিবাদ ছিল। আয়েশা [রাদি.]-এর কাছে উল্লেখ করা হলে তিনি বলিলেন, হে আবু সালামাহ! জমির ব্যাপারে সতর্ক থাক। কেননা, নাবী [সাঃআঃ] বলেছেন, যে ব্যক্তি এক বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, [কিয়ামাতের দিন] এর সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেয়া হইবে।
[বোখারী পর্ব ৪৬: /১৩, হা: ২৪৫৩; মুসলিম ২২/৩০, হাঃ ১৬১২]