১২৫০. হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ এমন কোন দিন নেই যে দিনের কৃত নেক আমল এসব দিন অর্থাৎ যুল-হিজ্জার প্রথম দশদিনের নেক আমল অপেক্ষা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। সাহাবায়ে কিরাম (রা) আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহর পথে জিহাদ কি নয়? তিনি বললেনঃ না, আল্লাহর পথে জিহাদও নয়। তবে যে ব্যক্তি আল্লাহর পথে তার জান ও মাল নিয়ে বের হলো এবং এর কোনটা নিয়েই সে আর ফিরে আসেনি। (বুখারী)