যাকে দাওয়াত দেয়া হয় তার সাথে অন্যজন এলে দাওয়াতকারীকে এতদসংক্রান্ত বলা সম্পর্কিত বর্ণনা

যাকে দাওয়াত দেয়া হয় তার সাথে আরেক জন শামিল হলে সে কি বলবে?

৭৩৯. আবু মাসঊদ বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (সা) সহ পাঁচজনের জন্য বিশেষভাবে খাবার তৈরি করে তাঁকে দাওয়াত দিল। কিন্তু তাদের সাথে আরো একজন এসে শামিল হল। দরজায় পৌঁছে নবী (সা) মেজবানকে বলেনঃ এ ব্যক্তি আমাদের সাথে এসেছে। তোমার ইচ্ছা হলে তাকে অনুমতি দিতে পার নতুবা তুমি চাইলে সে চলে যাবে। মেজবান বললেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ! আমি তাকে অনুমতি দিচ্ছি। (বুখারী, মুসলিম)


 

Was this article helpful?

Related Articles