মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা।

৫৩১. উসামাহ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর জনৈকা কন্যা [যায়নাব] তাহাঁর [সাঃআঃ] নিকট লোক পাঠালেন যে, আমার এক পুত্র মরণাপন্ন অবস্থায় রয়েছে, তাই আপনি আমাদের নিকট আসুন। তিনি বলে পাঠালেন, [তাঁকে] সালাম দিবে এবং বলবেঃ আল্লাহ্‌রই অধিকারে যা কিছু তিনি নিয়ে যান আর তাহাঁরই অধিকারে যা কিছু তিনি দান করেন। তাহাঁর নিকট সকল কিছুরই একটি নির্দিষ্ট সময় আছে। কাজেই সে যেন ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের অপেক্ষায় থাকে। তখন তিনি তাহাঁর কাছে কসম দিয়ে পাঠালেন, তিনি যেন অবশ্যই আগমন করেন। তখন তিনি দণ্ডায়মান হলেন এবং তাহাঁর সাথে ছিলেন সাদ ইবনি উবাদাহ, মুআয ইবনি জাবাল, উবাই ইবনি কাব, যাইদ ইবনি সাবিত [রাদি.] এবং আরও কয়েকজন। তখন শিশুটিকে রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর কাছে তুলে দেয়া হল। তখন সে ছটফট করছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা যে, তিনি এ কথা বলেছিলেন, যেন তার শ্বাস মশকের মত [শব্দ হচ্ছিল]। আর নাবী [সাঃআঃ]-এর দু চক্ষু বেয়ে অশ্রু ঝরছিল। সাদ [রাদি.] বলিলেন, হে আল্লাহ্‌র রসূল ! একী? তিনি বললেনঃ এ হচ্ছে রাহমাত, যা আল্লাহ্ তাহাঁর বান্দার অন্তরে গচ্ছিত রেখেছেন। আর আল্লাহ্ তো তাহাঁর দয়ালু বান্দাদের প্রতিই দয়া করেন।

[বোখারী পর্ব ৩২ : /৩৩ হাঃ ১২৮৪, মুসলিম ১১/৬, হাঃ ৯২৩] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৩২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলে, সাদ ইবনি উবাদাহ [রাদি.] রোগাক্রান্ত হলেন। নাবী [সাঃআঃ] আবদুর রহমান ইবনি আওফ, সাদ ইবনি আবু ওয়াক্কাস এবং আবদুল্লাহ্ ইবনি মাসউদ [রাদি.]-কে সঙ্গে নিয়ে তাঁকে দেখিতে আসলেন। তিনি তাহাঁর ঘরে প্রবেশ করে তাঁকে পরিজনের মাঝে দেখিতে পেলেন। জিজ্ঞেস করিলেন, তার কি মৃত্যু হয়েছে! তাঁরা বলিলেন, না। হে আল্লাহর রসূল ! তখন নাবী [সাঃআঃ] কেঁদে ফেললেন। নাবী [সাঃআঃ]-এর কান্না দেখে উপস্থিত লোকেরা কাঁদতে লাগলেন। তখন তিনি ইরশাদ করলেনঃ শুনে রাখ! নিঃসন্দেহে আল্লাহ্ তাআলা চোখের পানি ও অন্তরের শোক-ব্যথার কারণে আযাব দিবেন না। তিনি আযাব দিবেন এর কারণে [এ বলে] জিহ্বার দিকে ইঙ্গিত করিলেন। অথবা এর কারণেই তিনি রহম করে থাকেন। আর নিশ্চয় মৃত ব্যক্তিকে তার পরিজনের বিলাপের কারণে আযাব দেয়া হয়। উমার [রাদি.] এ [ধরনের কান্নার] কারণে লাঠি দ্বারা আঘাত করিতেন, কঙ্কর নিক্ষেপ করিতেন বা মুখে মাটি পুরে দিতেন।

[বোখারী পর্ব ২৩ : /৫৪ হাঃ ১৩০৪, মুসলিম ১১/৬, হাঃ ৯২৪] জানাজা ও মৃতের জন্য করনীয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles