১৪৯১. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি দশ বছর পর্যন্ত নাবী [সাঃআঃ]-এর খিদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উঃ শব্দ বলেননি। এ কথা জিজ্ঞেস করেননি, তুমি এ কাজ কেন করলে এবং কেন করলে না?
[বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৩৯ হাদীস নং ৬০৩৮; মুসলিম ৪৩/১৩, হাঃ ২৩০৯]
১৪৯২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ্ [সাঃআঃ] মাদীনায় আগমন করিলেন, তখন আবু ত্বলহা [রাদি.] আমার হাতে ধরে আমাকে নিয়ে রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর কাছে গেলেন এবং বলিলেন, হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! আনাস একজন হুঁশিয়ার ছেলে। সে যেন আপনার খেদমত করে। আনাস [রাদি.] বলেন, আমি মুকীম এবং সফরকালে তাহাঁর খেদমত করেছি। আল্লাহ্র কসম! যে কাজ আমি করে নিয়েছি এর জন্য তিনি আমাকে কোন দিন এ কথা বলেননি, এটা এরূপ কেন করেছ? আর যে কাজ আমি করিনি এর জন্যও এ কথা বলেননি, এটা এরূপ কেন করনি?
[বোখারী পর্ব ৮৭ অধ্যায় ২৭ হাদীস নং ৬৯১১; মুসলিম ৪৩/১৩ হাঃ ২৩০৯]