মুসলিমদের উপর যাকাতুল ফিত্‌র হিসাবে খেজুর ও যব প্রদান।

৫৭০. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

মুসলিমদের প্রত্যেক আযাদ, গোলাম পুরুষ ও নারীর পক্ষ হইতে সদাকাতুল ফিত্র হিসেবে খেজুর অথবা যব-এর এক সাআ পরিমাণ* আদায় করা আল্লাহর রসূল [সাঃআঃ] ফারয করিয়াছেন।

[বোখারী পর্ব ২৪ : /৭১ হাঃ ১৫০৪, মুসলিম ১২/২, হাঃ ৯৮৩] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৭১. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] সদাকাতুল ফিতর হিসেবে এক সাআ পরিমাণ খেজুর বা এক সাআ পরিমাণ যব দিয়ে আদায় করিতে নির্দেশ দেন। আবদুল্লাহ [রাদি.] বলেন, অতঃপর লোকেরা যবের সমপরিমাণ হিসেবে দু মুদ [অর্ধ সা] গম আদায় করিতে থাকে।

[বোখারী পর্ব ২৪ : /৭৪ হাঃ ১৫০৭, মুসলিম ১২/৪ হাঃ ৯৮৪] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৭২. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা এক সাআ পরিমাণ খাদ্য অথবা এক সাআ পরিমাণ যব অথবা এক সাআ পরিমাণ খেজুর অথবা এক সাআ পরিমাণ পনির অথবা এক সাআ পরিমাণ কিসমিস দিয়ে সদাকাতুল ফিত্‌র আদায় করতাম।

[বোখারী পর্ব ২৪ : /৭৩ হাঃ ১৫০৬, মুসলিম ১২/৪ হাঃ ৯৮৫] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৭৩. আবু সাঈদ খুদ্‌রী [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা নাবী [সাঃআঃ]-এর যুগে এক সাআ খাদ্যদ্রব্য বা এক সাআ খেজুর বা এক সাআ যব বা এক সাআ কিসমিস দিয়ে সদাকাতুল ফিতর আদায় করতাম। মুআবিয়াহ [রাদি.]-এর যুগে যখন গম আমদানী হল তখন তিনি বলিলেন, এক মুদ গম [পূর্বোক্তগুলোর] দু মুদ-এর সমপরিমাণ বলে আমার মনে হয়।

[বোখারী পর্ব ২৪ : /৭৫ হাঃ ১৫০৮, মুসলিম ১২/৪ হাঃ ৯৮৫] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles