মুয়ায্‌যিন যখন ফরয সালাতের জামায়াতের জন্য ইকামত দেয় তখন মুক্তাকীদের জন্য সুন্নত অথবা নফল সালাত কায়েম করা মাকরূহ

মুয়াজ্জিন যখন জামাআতের জন্য একামত দেয় তখন মুক্তাদীর জন্য সুন্নত অথবা নফল নামায শুরু করা মাকরূহ

১৭৬১. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (স) বলেছেন, যখন নামাযের জন্য একামত দেয়া হয়, তখন ফরজ ব্যতীত অন্য কোন নামায নেই। ( মুসলিম)


 

Was this article helpful?

Related Articles