মুমিন খায় এক পেটে, কাফির খায় সাত পেটে।

১৩৩৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মুমিন এক পেটে খায় আর কাফির অথবা মুনাফিক সাত পেটে খায়।

[বোখারী পর্ব ৭০ অধ্যায় ১২ হাদীস নং ৫৩৯৪; মুসলিম ৩৬/৩৪, হাঃ ২০৬০]


১৩৩৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

এক লোক খুব বেশী পরিমাণে আহার করত। লোকটি মুসলিম হলে অল্প আহার করিতে লাগল। ব্যাপারটি নাবী [সাঃআঃ]-এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেনঃ মুমিন এক পেটে খায়, আর কাফির খায় সাত পেটে।

[বোখারী পর্ব ৭০ অধ্যায় ১২ হাদীস নং ৫৩৯৭; মুসলিম ৩৬/৩৪, হাঃ ২০৬০]

Was this article helpful?

Related Articles