মুক্তাদী ইমামের অনুসরণ করবে

২৩২. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হতে পড়ে যান। ফলে তাঁর ডান পাঁজর আহত হয়ে পড়ে। আমরা তাঁর শুশ্রূষা করার জন্য সেখানে গেলাম। এ সময় সালাতের ওয়াক্ত হলো। তিনি আমাদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আমরাও বসেই আদায় করলাম। সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইমাম নির্ধারণ করা হয় তাঁকে ইক্তিদা করার জন্য। তিনি যখন তাকবীর বলেন, তখন তোমরাও তাকবীর বলবে, তিনি যখন রুকূ’ করেন তখন তোমরাও রুকূ’ করবে। তিনি যখন রুকূ’ হতে উঠেন তখন তোমরাও উঠবে, তিনি যখনঃسَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তখন তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে। তিনি যখন সিজদা্ করেন, তখন তোমরাও সিজদা্ করবে।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১২৮, হাঃ ৮০৫; মুসলিম, পর্ব ৪ সালাত, অধ্যায় ১৯, হাঃ ৪১১


২৩৩. উম্মুল মু`মিনীন `আয়িশাহ্ [রাঃআঃ] হতে বর্ণিতঃ

উম্মুল মু`মিনীন `আয়িশাহ্ [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি বলেন, একদা অসুস্থ থাকার কারণে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] নিজ গৃহে নামাজ আদায় করেন এবং বসে নামাজ আদায় করছিলেন, একদল সাহাবী তাহাঁর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করিতে লাগলেন। তিনি তাহাদের প্রতি ইঙ্গিত করিলেন যে, বসে যাও। নামাজ শেষ করার পর তিনি বলিলেন, ইমাম নির্ধারণ করা হয় তাহাঁর ইক্‌তিদা করার জন্য। কাজেই সে যখন রুকূ` করে তখন তোমরাও রুকূ` করিবে, এবং সে যখন রুকূ` হতে মাথা উঠায় তখন তোমরাও মাথা উঠাবে, আর সে যখন বসে নামাজ আদায় করে, তখন তোমরা সকলেই বসে নামাজ আদায় করিবে।

হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ১০ : /৫১ হাদিছ ৬৮৮, মুসলিম ৪/১৯, ৪১২]


২৩৪. আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিতঃ

আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি বলেন, নবী [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ ইমাম নির্ধারণ করা হয় তাহাঁর অনুসরণের জন্য। তাই যখন তিনি তাক্‌বীর বলেন, তখন তোমরাও তাক্‌বীর বলবে, যখন তিনি রুকূ` করেন তখন তোমরাও রুকূ` করিবে। যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তখন তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে আর তিনি যখন সাজদাহ্ করেন তখন তোমরাও সাজদাহ্ করিবে। যখন তিনি বসে নামাজ আদায় করেন তখন তোমরাও বসে নামাজ আদায় করিবে।

হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ১০ : /৮২ হাদিছ ৭৩৪, মুসলিম ৪/১৯ হাদিছ ৪১৪]

Was this article helpful?

Related Articles