১। প্রত্যেক সলাতে,
যেমন নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
‘আমি যদি আমার উম্মাতের জন্য কঠিন হতে পারে মনে না করতাম তাহলে আমি তোমাদেরকে প্রত্যেক সলাতের জন্য মিসওয়াক করার নির্দেশ দিতাম।’২৯
২। ঘরে প্রবেশ করে।৩০
৩। ঘুম থেকে জেগে উঠে।৩১
৪। কুরআন তিলাওয়াত করার সময়।
৫। যখনই মুখের গন্ধ পরিবর্তন হয়।
৬। ওযু করার সময়।৩২
২৯ আল বুখারী হা/৮৮৭, মুসলিম হা/২৫২ । ৩০ মুসলিম হা/২৫৩। ৩১ আল বুখারী হা/২৪৫ মুসলিম হা/২৫৫। ৩২ মুসনাদে আহমাদ, ১০ জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের হাদীস/৭।