১৬৭৪. উম্মু কুলসুম বিনতে উকবাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনেছেন, সে ব্যক্তি মিথ্যাচারী নয়, যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে।
[বোখারী পর্ব ৫৩ অধ্যায় ২ হাদীস নং ২৬৯২; মুসলিম ৪৫ অধ্যায় ২৭ হাঃ ২৬০৫]