১৬৫২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
এক লোক রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এসে জিজ্ঞেস করলঃ হে আল্লাহ্র রসূল ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললঃ তারপর কে? নাবী [সাঃআঃ] বললেনঃ তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বলিলেন, তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বললেনঃ তারপর তোমার আব্বা।
[বোখারী পর্ব ৭৮ অধ্যায় ২ হাদীস নং ৫৯৭১; মুসলিম ৪৫ অধ্যায় ১, হাঃ ২৫৪৮]
১৬৫৩. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
এক ব্যক্তি নাবী [সাঃআঃ]-এর নিকট এসে জিহাদে যাবার অনুমতি প্রার্থনা করিল। তখন তিনি বলিলেন, তোমার পিতামাতা জীবিত আছেন কি? সে বলিল, হ্যাঁ। নাবী [সাঃআঃ] বলিলেন, তবে তাঁদের খিদমতের চেষ্টা কর।
[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৩৮ হাদীস নং ৩০০৪; মুসলিম ৪৫ অধ্যায় ১ হাঃ ২৫৪৯]