মাক্কাহ্‌তে সানীয়াহ উলিয়াহ দিয়ে প্রবেশ করা এবং এটা [মাক্কাহ] থেকে সানীয়াহ সুফলা দিয়ে বের হওয়া এবং দেশে বিপরীত রাস্তা দিয়ে প্রবেশ করা মুস্তাহাব।

৭৮৭. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] [হাজ্জের সফরে] শাজারা নামক পথ দিয়ে গমন করিতেন এবং মুআররাস নামক পথ দিয়ে [মাদীনায়] প্রবেশ করিতেন।

[বোখারী পর্ব ২৫/১৫ হাঃ ১৫৩৩, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৭] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৮৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] সানিয়্যাতুল উলয়া [হারামের উত্তর-পূর্বদিকে কাদা নামক স্থান দিয়ে] মাক্কায় প্রবেশ করিতেন এবং সানিয়্যাহ সুফলা [হারামের দক্ষিণ-পশ্চিম দিকে কুদা নামক স্থান] দিয়ে বের হইতেন।

[বোখারী পর্ব ২৫/৪০ হাঃ ১৫৭৫, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৭] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৮৯. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] যখন মাক্কায় আসেন তখন এর উচ্চ স্থান দিয়ে প্রবেশ করেন এবং নীচু স্থান দিয়ে ফিরার পথে বের হন।

[বোখারী পর্ব ২৫/৪১ হাঃ ১৫৭৭, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৮] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৭৯০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] মাক্কাহ্ বিজয়ের বছর কাদা-র পথে [মাক্কায়] প্রবেশ করেন এবং বের হন কুদা-র পথে যা মাক্কাহ্‌র উঁচু স্থানে অবস্থিত।

[বোখারী পর্ব ২৫/৪১ হাঃ ১৫৭৮, মুসলিম পর্ব ১৫/৩৭ হাঃ ১২৫৮] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles