১২২১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, ঈমানদার মহিলারা যখন হিজরাত করে নাবী [সাঃআঃ]-এর কাছে আসত, তখন তিনি আল্লাহ্র নির্দেশ- “হে ঈমানদারগণ! কোন ঈমানদার মহিলা হিজরাত করে তোমাদের কাছে আসলে তোমরা তাহাদেরকে যাচাই কর”…… অনুসারে তাহাদেরকে যাচাই করিতেন। আয়েশা [রাযিঃ] বলেনঃ ঈমানদার মহিলাদের মধ্যে যারা [আয়াতে উল্লেখিত] শর্তাবলী মেনে নিত, তারা পরীক্ষায় কৃতকার্য হত। তাই যখনই তারা এ ব্যাপারে মৌখিক স্বীকারোক্তি প্রকাশ করত তখনই রাসূলুল্লাহ [সাঃআঃ] তাহাদেরকে বলিতেন যাও, আমি তোমাদের বাইআত গ্রহণ করেছি। আল্লাহ্র কসম! কথার মাধ্যমে বাইআত গ্রহণ ব্যতীত রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর হাত কখনো কোন নারীর হাত স্পর্শ করেনি। আল্লাহ্র শপথ! তিনি শুধুমাত্র সেই সব বিষয়েই বাইআত গ্রহণ করিতেন, যে সব বিষয়ে বাইআত গ্রহণ করার জন্য আল্লাহ তাঁকে নির্দেশ দিয়েছেন। বাইআত গ্রহণ শেষে তিনি বলিতেনঃ আমি কথায় তোমাদের বাইআত গ্রহণ করলাম।
[বোখারী পর্ব ৬৮ অধ্যায় ২০ হাদীস নং ৫২৮৮; মুসলিম ৩৩/২১, হাঃ ১৮৬৬]