ভান ভণিতা করা নিষেধ।

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“এদেরকে বল, এই দ্বীন প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাইনা। আর আমি ভাণ কারীদের অন্তর্ভূক্ত নই।” (সূরা সোয়াদঃ ৮৬)

 


১৬৫৭ হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমাদেরকে ভণিতা বা কৃত্রিম লৌকিকতা প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। ( বুখারী )


১৬৫৮ হযরত মাসরূক (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, একবার আমরা আবদুল্লাহ ইবনে মাসউদ (র) -এর কাছে গেলে তিনি বললেন, হে লোক সকল! কারো কোন কিছু জানা থাকলে তা বলা উচিত। কিন্তু যে ব্যক্তির জানা নেই সে যেন বলে আল্লাহই সর্বাধিক পরিজ্ঞাত। কেননা যে সম্পর্কে মানুষের জ্ঞান নেই সে সম্পর্কে আল্লাহ-ই অধিক পরিজ্ঞাত’ বলাটাই তার জ্ঞানের পরিচায়ক। আল্লাহ তায়ালা তাঁর নবী করীম (স) কে লক্ষ্যে করে বলেছেন, “হে নবী! এদেরকে বলুন, এ দ্বীন প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। আর আমি ভাণিতাকারীও নই।” ( মুসলিম)


 

Was this article helpful?

Related Articles