১৬৬৯. জাবির ইবনি আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, এক যুদ্ধে আমরা উপস্থিত ছিলাম। এ সময় এক মুহাজির এক আনসারীর নিতম্বে আঘাত করিলেন। তখন আনসারী হে আনসারী ভাইগণ! বলে সাহায্য প্রার্থনা করিলেন এবং মুহাজির সাহাবী, ওহে মুহাজির ভাইগণ! বলে সাহায্য প্রার্থনা করিলেন। রসূল [সাঃআঃ] তা শুনে বলিলেন, কী খবর, জাহিলী যুগের মত ডাকাডাকি করছ কেন? তখন উপস্থিত লোকেরা বলিলেন, এক মুহাজির এক আনসারীর নিতম্বে আঘাত করেছে। তিনি বলিলেন, এমন ডাকাডাকি পরিত্যাগ কর। এটা অত্যন্ত গন্ধময় কথা। এরপর ঘটনাটি আবদুল্লাহ্ ইবনি উবায়র কানে পৌঁছল, সে বলিল, আচ্ছা, মুহাজিররা এমন কাজ করেছে? “আল্লাহ্র কসম! আমরা মাদীনায় ফিরলে সেখান থেকে প্রবল লোকেরা দুর্বল লোকেদেরকে অবশ্যই বের করে দিবে।”
এ কথা নাবী [সাঃআঃ]-এর কাছে পৌঁছল। তখন উমার [রাদি.] উঠে দাঁড়ালেন এবং বলিলেন, হে আল্লাহ্র রসূল ! আপনি আমাকে অনুমতি দিন। আমি এক্ষুণি এ মুনাফিকের গর্দান উড়িয়ে দিচ্ছি। নাবী [সাঃআঃ] বলিলেন, তাকে ছেড়ে দাও। ভবিষ্যতে যাতে কেউ এ কথা বলিতে না পারে যে, মুহাম্মাদ তাহাঁর সঙ্গী-সাথীদেরকে হত্যা করেন।
{বোখারী পর্ব ৬৫, অধ্যায় ৫, হাদীস নং ৪৯০৫; মুসলিম ৪৫ অধ্যায় ১৬ হাঃ ২৫৮৪]