চিতা বাঘের চামড়ায় বসা ও তার উপর সওয়ার হওয়া নিষেধ
৮১১. মুআবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা রেশমী বস্ত্র ও চিতাবাঘের চামড়ার জিন বা গদীতে সওয়ার হয়ো না।
হাদীসটি হাসান। ইমাম আবু দাঊদ প্রমুখ উত্তম সনদে এটি বর্ণনা করেছেন।
৮১২. আবু মালীহ (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) হিংস্র বন্য জন্তুও চামড়ার ব্যবহার করতে নিষেধ করেছেন।