১৭৪৪. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, কোন নারী যেন তার অনাবৃত দেহ অপর কোন অনাবৃত নারীর দেহের সাথে না লাগায়। এবং সে যেন ঐ নারীর দেহের সৌন্দর্য স্বামীর সামনে এমনভাবে বর্ণনা না করে যেন সে তাকে দেখছে। (বুখারী ও মুসলিম)