বিনা কারণে খোশবু সামগ্রী ফিরিয়ে দেয়া মাকরূহ

১৭৮৮. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বললেন, কারো সামনে সুগন্ধি পেশ করা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা, তা ওজনে হালকা এবং সুগন্ধিতে সুরভিত। (মুসলিম)


১৭৮৯. হযরত আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করীম (স) সুগন্ধি ফিরিয়ে দিতেন না। ( বুখারী)


 

Was this article helpful?

Related Articles