৯২২. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, সাদ ইবনি আবু ওয়াক্কাস ও আবদ ইবনি যাম্আ উভয়ে এক বালকের ব্যাপারে বিতর্ক করেন। সাদ [রাদি.] বলেন, হে আল্লাহ্র রসূল ! এতো আমার ভাই উৎবা ইবনি আবী ওয়াক্কাসের পুত্র। সে তার পুত্র হিসাবে আমাকে ওয়াসিয়্যত করে গেছে। আপনি ওর সাদৃশ্যের প্রতি লক্ষ্য করুন। আবদ ইবনি যামআ বলিলেন, হে আল্লাহ্র রসূল ! এ আমার ভাই, আমার পিতার দাসীর গর্ভে জন্মগ্রহণ করে। তখন আল্লাহ্র রসূল [সাঃআঃ] তার চেহারার দিকে তাকিয়ে দেখিতে পেলেন যে, উত্বার সাথে তার পরিষ্কার সাদৃশ্য রয়েছে। তিনি বলিলেন, এ ছেলেটি তুমি পাবে, হে আব্দ ইবনি যামআ! বিছানা যার, সন্তান তার। ব্যভিচারীর জন্য রয়েছে বঞ্চনা। হে সাওদাহ বিনতু যামআ! তুমি এর হইতে পর্দা কর। ফলে সাওদাহ [রাদি.] কখনও তাকে দেখেননি
[বোখারী পর্ব ৩৪ : /১০০, হাঃ ২২১৮; মুসলিম ১৭/১০, হাঃ ১৪৫৭]
৯২৩. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ সন্তান হল শয্যাধিপতির।
[বোখারী পর্ব ৮৫ : /১৮ হাঃ ৬৭৫০; মুসলিম ১৭/১০, হাঃ ১৪৫৮]