৯২৪. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ্ [সাঃআঃ] আমার কাছে প্রফুল্ল অবস্থায় এলেন এবং বললেনঃ হে আয়েশা! [চিহ্ন ধরে বংশ উদঘাটনকারী] মুদলিজী এসেছে তা কি তুমি দেখনি? এসেই সে উসামাহ এবং যায়দ-এর দিকে নযর করেছে। তারা উভয়ে চাদর পরিহিত অবস্থায় ছিল । তাহাদের মাথা ঢেকে রাখা ছিল। তবে তাহাদের পা গুলো দেখা যাচ্ছিল । তখন সে বলিল, এদের পা গুলো একে অপর থেকে আলাদা ।
[বোখারী পর্ব ৮৫ : /৩১ হাঃ ৬৭৭১; মুসলিম ১৭/১১, হাঃ ১৪৫৯]