১১১৪. সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণনা করিয়াছেন যে, একদিন তিনি তাহাঁর ঘরের দরজার নিকটে ঝগড়ার শব্দ শুনতে পেয়ে তাহাদের নিকট বেরিয়ে আসলেন। {তাহাঁর -এর কাছে বিচার চাওয়া হল} তিনি বলিলেন, আমি তো একজন মানুষ। আমার কাছে [কোন কোন সময়] ঝগড়াকারীরা আসে। তোমাদের মধ্যে কেউ কেউ অন্যের চেয়ে অধিক বাকপটু। তখন আমি মনে করি যে, সে সত্য বলেছে। তাই আমি তার পক্ষে রায় দেই। বিচারে যদি আমি ভুলবশত অন্য কোন মুসলিমের হক তাকে দিয়ে থাকি, তবে তা দোযখের টুকরা। এখন সে তা গ্রহণ করুক বা ত্যাগ করুক
[বোখারী পর্ব ৪৬ অধ্যায় ১৬ হাদীস নং ২৪৫৮; মুসলিম ৩০/৩, হাঃ ১৭১৩] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস