১৪৫. আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
আবু হুরায়রাহ [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ ফিতরাত [অর্থাৎ মানুষের সৃষ্টিগত স্বভাব] পাঁচটিঃ খাৎনা করা, ক্ষুর ব্যবহার করা [নাভির নীচে], বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা।
[বোখারী পর্ব ৭৭ : /৬৩ হাঃ ৫৮৮৯, মুসলিম ২/১৬ হাঃ ২৫৭] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৪৬. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
ইবনি উমার [রাদি.] সূত্রে নাবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবেঃ দাঁড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করিবে।
[বোখারী পর্ব ৭৭ : /৬৪ হাঃ ৫৮৯২, মুসলিম ২/১৬ হাঃ ২৫৯] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৪৭. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্র রসূল [সাঃআঃ] বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করিবে এবং দাঁড়ি বড় রাখবে
। [বোখারী পর্ব ৭৭ : /৬৫ হাঃ ৫৮৯৩, মুসলিম ২/১৬ হাঃ ২৫৯] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস