প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত্রে ছাড় দেয়া ।

১০০২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] রং ধারণ করার আগে ফল বিক্রি করিতে নিষেধ করিয়াছেন। জিজ্ঞেস করা হল, রং ধারণ করার অর্থ কী? তিনি বলিলেন, লাল বর্ণ ধারণ করা। পরে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ] বলিলেন, দেখ, যদি আল্লাহ্‌ তাআলা ফল ধরা বন্ধ করে দেন, তবে তোমাদের কেউ [বিক্রেতা] কিসের বদলে তার ভাইয়ের মাল [ফলের মূল্য] নিবে?

[বোখারী পর্ব ৩৪: /৮৭, হা: ২১৯৮; মুসলিম ২২/৩, হাঃ ১৫৫৫]

Was this article helpful?

Related Articles