১৩৪৭. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর চাদর গায়ে দিয়ে সলাত আদায় করিলেন। চাদরটি ছিল কারুকার্য খচিত। তিনি কারুকার্যের দিকে এক দৃষ্টিতে তাকালেন, তারপর সালাম ফিরিয়ে বললেনঃএ চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও। কারণ, এখনই তা আমাকে সলাত থেকে অন্যমনস্ক করে দিয়েছে। আর আবু জাহম ইবনি হুযাইসলামিক ফাউন্ডেশনর আনবিজানিয়্যা [কারুকার্যবিহীন চাদর]-টি আমার জন্যে নিয়ে এসো। সে হচ্ছে আদী ইবনি কাব গোত্রের লোক।
[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ১৯ হাদীস নং ৫৮১৮; মুসলিম] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস