পুরুষদের পিছনে নামাজরত মহিলাদের প্রতি নির্দেশ যেন তারা পুরুষদের সাজদাহ থেকে মাথা উঠানোর পূর্বে মাথা না উঠায়।

২৫২. সাহল ইবনু সা`দ [রাঃআঃ] হতে বর্ণিতঃ

সাহল ইবনু সা`দ [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা শিশুদের মত নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে নামাজ আদায় করিতেন। আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে, তারা যেন পুরুষদের ঠিকমত বসে যাওয়ার পূর্বে সাজদাহ হতে মাথা না উঠায়।

– হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [বুখারী পর্ব ৮ : /৬ হাদিছ ৩৬২, মুসলিম ৪/২৯, হাদিছ ৪৪১]

 

Was this article helpful?

Related Articles