পান করার পানিতে ফুঁ দেয়া অনুচিত
৭৬৫.আবু সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (সা) পানীয় দ্রব্যে ফুঁ দিতে নিষেধ করেছেন। একজন বলল, পাত্রে যদি ময়লা দেখতে পাই? তিনি বলেনঃ তা ঢেলে ফেলে দাও। লোকটি বলল, আমি এক নিঃশ্বাসে পানি পান করে তৃপ্ত হই না? তিনি বলেনঃ নিঃশ্বাস ফেলার সময় তোমার মুখ থেকে পাত্র সরিয়ে নিবে।
ইমাম তিরমিযী এ হাদীস বর্ণনা করেছেন এবং বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ।
৭৬৬. ইবনুল আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) পানির পাত্রে নিঃশ্বাস নিতে অথবা তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন।
ইমাম তিরমিযী এ হাদীসটি উদ্ধৃত করে বলেছেন, এটি হাসান ও সহীহ হাদীস।