পানি পরিবেশনকারীর জন্য সর্বশেষ পান করা সংক্রান্ত বর্ণনা

পানি পরিবেশনকারীর জন্য সর্বশেষ পান করা মুস্তাহাব

৭৭৩. আবু কাতাদাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “যে ব্যক্তি মানুষদের পানি পান করায় সে যেন সবার শেষে পান করে।”

ইমাম তিরমিযী এ হাদীসটি উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, হাদীসটি হাসান ও সহীহ।


 

Was this article helpful?

Related Articles